আজ ২ অক্টোবর জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন। সারা দেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে গান্ধীজির জন্মদিন। একই সঙ্গে পালিত হচ্ছে লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনও।
মহাত্মা গান্ধীর জন্মদিনে দিল্লিতে রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উত্তর ২৪ পরগণার বারাকপুর গান্ধী ঘাটে আজ সকালে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। এই উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গান্ধীজির রচনা থেকে পাঠ করে শোনায়। রাজ্যপাল বলেন, মহাত্মা গান্ধীর অহিংসা নীতি ও সর্ব ধর্মের সমন্বয় এবং শান্তির বাণী আজও সমান প্রাসঙ্গিক। আজকের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব মলয় কুমার দে, উত্তর ২৪ পরগণার জেলাশাসক অন্তরা আচার্য প্রমুখ।
Be the first to comment