দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন পরিষেবায় বিপত্তি। বৃহস্পতিবার সকালে চলন্ত ট্রেনের দুটি বগির কাপলিং খুলে যায়। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়াগামী উলুবেড়িয়া লোকাল। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি সারানোর কাজে হাত লাগিয়েছেন রেলের ইঞ্জিনিয়াররা। বেশ কিছুক্ষণ বন্ধ ডাউন লাইনে ট্রেন চলাচল।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকল ৮টা ৪৮ মিনিটের যাত্রী বোঝাই উলুবেড়িয়া লোকাল হাওড়া যাচ্ছিল। আবাদা স্টেশনের কাছে ট্রেনের মধ্যে হঠাৎ আগুনের ফুলকি দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে দেখা যায় দুটি বগির কাপলিং খুলে
গিয়েছে ওই ট্রেনের। গতি কম থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
দক্ষিণ পূর্ব শাখার আধিকারিকদের উপস্থিতিতে বগিটিকে আবার জুড়ে দেওয়া হয়। অফিস টাইমে এই বিপত্তিতে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। ট্রেন ঠিক হওয়ার অপেক্ষা না করে সড়ক পথে তাঁরা গন্তব্যের উদ্দেশে রওনা দেন। বেশ কিছু যাত্রী বাগনান লোকালে করে হাওড়ার দিকে রওনা দেন। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেন সারানোর কাজে লেগেছেন।
Be the first to comment