প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে সিবিআই হানা। বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের একটি দল যাদবপুরে মানিকের বাড়িতে তল্লাশি চালায়। যদিও এই তল্লাশি নিয়ে সিবিআই মুখ খুলতে চায়নি।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পর্ষদ সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। আদালত তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছে। সেইমতো মানিককে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছে। শুধু তাই নয়, আদালতেও হাজিরা দিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হয়।
বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাক্তন পর্ষদ সভাপতির বিষয়-আশয়, সম্পত্তির পরিমাণও জানতে চান। তাঁর পরিবার সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। আদালত সম্পত্তির বিবরণ হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেন মানিককে। তার জের কাটতে না কাটতেই এদিন মানিকের বাড়িতে চলল সিবিআই হানা।
এর আগে আদালত মানিক ভট্টাচার্যকে তাঁর নিজের সম্পত্তি ছাড়াও, স্ত্রী এবং ছেলে-মেয়ের বিয়ের আগের সম্পত্তির হিসেব হলফনামার মাধ্যমে জমা দিতে বলেছিল ৫ জুলাইয়ের মধ্যে। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কতদিনের মধ্যে সম্পত্তির হিসেব দিতে পারবেন। মানিক জানান, নির্বাচন কমিশনে সমস্ত তথ্য দেওয়া আছে। সেখান থেকে কপি সংগ্রহ করতে যেটুকু সময় লাগবে, সেই সময়ের মধ্যেই হিসেব জমা দেবেন তিনি।
Be the first to comment