রাজ্যে ফের করোনার বাড়বাড়ন্ত। সংক্রমণের হার ছাড়াল ১৮ শতাংশ। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার। ফলে বাড়ছে উদ্বেগ। রাজ্যের বৃহস্পতিবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৯ জন। দৈনিক পসিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৮.৭৪ শতাংশ। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও খানিকটা স্বস্তি দিয়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই জনের।
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৪২ হাজার ৮৩১। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪৫৯ জন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ১৬ হাজার ৮৭ জন। একদিনে মৃত্যু হয়েছে একজনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ২৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬১১ জন। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৫ হাজার ৫২ জন। যদিও স্বস্তি দিচ্ছে সুস্থতার হারও। সামান্য কমলেও বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। একদিনে করোনা পরীক্ষা করিয়েছেন ১৫ হাজার ৪১৬ জন। তার মধ্যে প্রায় তিন হাজার জনের রিপোর্ট পসিটিভ আসায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দফতরের।
নতুন বছরের পর থেকেই ধীরে ধীরে কমছিল করোনা আক্রান্তের সংখ্যা। ফলে, কমছিল মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের প্রবণতা। এর মধ্যেই স্কুল, কলেজ খুলে গিয়েছে পুরোদমে। চলছে ক্লাস। কিন্তু এর মধ্যে করোনার বাড়বাড়ন্ত স্বাভাবিক ভাবেই অতিমারির ভয়াবহ স্মৃতি ফিরে আসছে।
Be the first to comment