ভারী বৃষ্টিতে ভাসছে বাণিজ্যনগরী সহ গোটা মহারাষ্ট্র। শুক্রবারও মুম্বইতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টা মুম্বইয়ের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে লাল সতর্কতা। মৌসম ভবন জানিয়েছে, আজ দুপুরের পর থেকেই শুরু হতে পারে অতিভারী বৃষ্টি। সেকারণে মুম্বইয়ের বাসিন্দাদের বলা হয়েছে, তাঁরা যেন আবহাওয়া অফিসের সতর্কতা মাথায় রেখে রাস্তায় বা কাজে বেরোন।
সোমবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ে। শহরের নিচু এলাকাগুলিতে ও রেল লাইনে জল জমার কারণে কয়েকটি রুটে ট্রেন ও বাস পরিষেবা ব্যাহত হয়েছে। মুম্বইয়ের নিচু এলাকাগুলো জলে ভাসছে। বানভাসি পরিস্থিতি একাধিক এলাকায়। লাগাতার বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় ধস নেমেছে। কমপক্ষে তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। বিশেষ করে কান্দিবলী, ঠাকুর ভিলেজ, আন্ধেরি, আনন্দনগর-সহ বেশ কয়েকটি জায়গাতে জলের নীচে চলে গিয়েছে রাস্তায়। মালাড সাবওয়ে এবং আন্ধেরি সাবওয়েতে জল ঢুকে বিধ্বস্ত অবস্থা।হাওয়া অফিসের পূর্বাভাস, এখনই থামছে না বৃষ্টি।
আগামী পাঁচ দিন মুম্বই-সহ গোটা মহারাষ্ট্রেই চলবে বৃষ্টি। আজ থেকে আরও ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে। ৯ জুলাই অবধি মহারাষ্ট্রের রত্নাগিরি, সিন্ধুদূর্গ ও রায়গড় জেলায় অতিভারী বৃষ্টির লাল সঙ্কেত জারি করা হয়েছে। জলমগ্ন পরিস্থিতিতে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচটি দল। নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে প্রতিমুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখছেন।
Be the first to comment