ভোট পরবর্তী হিংসার ঘটনায় আদালতে নতুন আবেদন সিবিআইয়ের

Spread the love

ভোট পরবর্তী অশান্তি ঘটনায় কলকাতা হাইকোর্টে নতুন আবেদন সিবিআইয়ের। শুক্রবার আরও নতুন তিনটি অভিযোগ সামনে এসেছে। যার মধ্যে খুন এবং ধর্ষণের অভিযোগও রয়েছে। সিবিআই ওই ঘটনার তদন্তভার গ্রহণ করবে কি না, তা জানতে আদালতে আবেদন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

গতবছর বিধানসভা ভোটের পরই রাজ্যজুড়ে ব্যাপক হিংসা হয়। বিজেপির অভিযোগ, বিভিন্ন জেলার দলীয় কর্মীরা তৃণমূলের হাতে আক্রান্ত হন। খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটে। সন্ত্রাস ও হিংসার ঘটনায় অনেকে ঘরছাড়াও হন। এক বছর পেরিয়ে গেলেও ভয়ে ঘরে ফিরতে পারেননি তাঁরা। তা নিয়ে আদালতে মামলা হয়। সুপ্রিম কোর্ট ওই ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত নির্দিষ্ট কয়েকটি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ভোট পরবর্তী হিংসার অভিযোগে নাম জড়িয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলেরও। বীরভূমের ইলামবাজারের এক বিজেপি কর্মী খুনের ঘটনায় নাম জড়িয়েছে অনুব্রতর। সেই ব্যাপারে গত মাসে অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*