জ্যোতি বসুর হাতে গড়া সিপিএমের কোনও প্রতিনিধিত্ব বিধানসভায় না থাকায় আক্ষেপ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, আমাদের সঙ্গে সিপিএমের রাজনৈতিক বিরোধ ছিল, আছেও। কিন্তু সেই দলের কোনও প্রতিনিধি রাজ্য বিধানসভায় নেই, এটা ভালো লাগে না। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীনই ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে গুলি চলে। তাতে ১৪ জনের মৃত্যু হয়। সেই প্রসঙ্গের উল্লেখ করে স্পিকার বলেন, সেদিন ওই গুলি চালনার ঘটনা না ঘটলেই ভালো হত।
এদিন বিধানসভায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ১০৯ তম জন্মদিবস পালিত হয়। তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার ছাড়াও পুর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সহ আরও অনেকে। ফিরহাদ বলেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও আমরা গুণী মানুষদের শ্রদ্ধা জানাই। এটাই তৃণমূলের সংস্কৃতি।
অটলবিহারী বাজপেয়ী জীবিত থাকাকালীনই বাবরি মসজিদ ধ্বংস হয়। তার পরেই জ্যোতিবাবু তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ীর সামনেই বলেছিলেন, বিজেপি একটা অসভ্য, বর্বর দল। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সেই কথা স্মরণ করেই বলেন, জ্যোতিবাবু ঠিকই বলেছিলেন।
এদিন সিপিএমও নানা অনুষ্ঠানের মাধ্যমে জ্যোতিবাবুর জন্মদিবস পালন করে। জন্মদিবস উপলক্ষে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে এক আলোচনাচক্রে বিকেলে ভাষণ দেবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম রাজ্য দফতরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিভিন্ন জেলাতেও নানা অনুষ্ঠান হয়। সাধারণত সিপিএমে কোনও নেতার জন্মদিবস পালিত হয় না। একমাত্র মুজফ্ফর আহমেদের জন্মদিন বহু বছর ধরে পালন করা হয়ে থাকে। এর পাশাপাশি ব্যতিক্রমীভাবে এখন পালিত হচ্ছে জ্যোতিবাবুর জন্মদিবস।
Be the first to comment