রাহুল গান্ধী যাবেন আমেথিতে। এটা নতুন কি? কিন্তু বাধ সাধছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। নিজের কেন্দ্রে রাহুলকে যেতে বাধা দিচ্ছে বিজেপি? কংগ্রেসের দাবি, ১০ অক্টোবর আমেথি যাচ্ছেন অমিত শাহ। রাহুল যাওয়ার আগেই অমিত শাহ সেখানে গিয়ে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করতে পারেন। প্রসঙ্গত, রাহুলের আমেথি যাওয়ার কথা ছিল ৪ অক্টোবর। বিজেপির তরফ থেকে অবশ্য বলা হচ্ছে, উৎসবের মরসুমে রাহুলের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা সম্ভব নয়। তাই এই সফর পিছিয়ে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের কংগ্রেস নেতৃত্ব এই ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলে উল্লেখ করেছেন।
দেওয়ালির পরেই কংগ্রেস সভাপতি হওয়ার সম্ভাবনা রাহুলের।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, রাহুলকে ভয় পাচ্ছে বিজেপি। তাই তাঁকে আমেথিতে আটকানোর চেষ্টা হচ্ছে।
চাপের মুখে উত্তরপ্রদেশ সরকার জানাল, আমেথিতে রাহুলের যাওয়ার ব্যাপারে কোনও বিধিনিষেধ নেই।
ছবি- ফেসবুক
Be the first to comment