আদিবাসী উত্তরীয় পরে ভোটদান ! বিজেপির বিরুদ্ধে কমিশনে নালিশ চন্দ্রিমার

Spread the love

রাষ্ট্রপতি নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হচ্ছে ৷ সোমবার এমনই অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ দিন সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় বিজেপি বিধায়কদের ৷ তাঁদের অধিকাংশের গলাতেই ছিল হলুদ রঙের বিশেষ উত্তরীয়। বিশেষ শব্দটি এই কারণেই বলা হচ্ছে, কারণ এই বিশেষ উত্তরীয়কে বলা হয় পাঞ্জি।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই বিশেষ উত্তরীয় দেখিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। যে কোনও নির্বাচনে অবশ্যই প্রতীক থাকে, তবে ভোটের লাইনে কখনওই বিশেষ প্রতীক নিয়ে লাইনে দাঁড়ানো যায় না। আর এমনটা করে নির্বাচনী বিধিভঙ্গ করেছে বিজেপি। এদিন এই বিষয় নিয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

এ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমরা ভোট দিতে গিয়ে দেখেছি ভোটের লাইনে দাঁড়িয়ে আদিবাসীদের ট্র্যাডিশনাল উত্তরীয় পরে রয়েছেন বিজেপি বিধায়করা। একই ভাবে দ্রৌপদী মুর্মুর পোলিং এজেন্টের গলাতেও একই ধরনের উত্তরীয় রয়েছে। আমরা এই নিয়ে সিইও-র কাছে অভিযোগ জানিয়েছি। কোনও নির্বাচনের লাইনে এ ভাবে দাঁড়ানো যায় না। এটা সংসদীয় রীতি নীতির পরিপন্থী।

অন্যদিকে, রাজ্যের অপর মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ ভোটে এমন ঘটনা অভাবনীয়। আমরা দেখতে চাই এই অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন।

তবে বিজেপি এ প্রসঙ্গে জানায়, তৃণমূল সমর্থিত প্রার্থীর হার সুনিশ্চিত বুঝতে পেরেই এ ধরনের অভিযোগ করছে তৃণমূল। অথচ তৃণমূল কংগ্রেস নিজেই কোনও নিয়ম মানছে না। রাষ্ট্রপতি নির্বাচনের দিন ১৫টি গাড়ির সাঁজোয়া কনভয় নিয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*