সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তিতে জুবের

Spread the love

আগামী বুধবার পর্যন্ত মহম্মদ জুবেরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না উত্তরপ্রদেশ পুলিস৷ সোমবার সুপ্রিম কোর্টের এই নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা৷ ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে উত্তরপ্রদেশের একাধিক থানায় এফআইআর করা হয় তাঁর বিরুদ্ধে৷ দায়ের হয় ছ’টি মামলা৷ যার একটিতে জামিন পেলেও বাকি পাঁচটি মামলার কারণে এখনও সংশোধনাগারে বন্দি তিনি৷ সেই মামলাগুলিতে জামিন চেয়ে এবং সবক’টি এফআইআর বাতিলের দাবিতে জুবের আদালতে আপিল করেছেন৷

এদিন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পরবর্তী শুনানি পর্যন্ত ওই অভিযোগগুলির ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিস জুবেরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না৷ ২০ জুলাই পরবর্তী শুনানির দিন৷ চার বছর আগের একটি পুরনো টুইটের প্রেক্ষিতে জুবেরকে গ্রেফতার করে পুলিস৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত, উস্কানিমূলক পোস্ট ইত্যাদি অভিযোগে তাঁর বিরুদ্ধে পরপর থানাগুলিতে দায়ের হয় মামলা৷ যা নিয়ে আজ উদ্বেগ প্রকাশ পায় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মন্তব্যে৷ তিনি বলেন, ‘একটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেতে না পেতেই ফের অন্য মামলায় তাঁকে গ্রেফতার করা হল৷’ এর নেপথ্যে যে দুষ্ট চক্র কাজ করছে তা স্পষ্টতই জানিয়ে দেয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলি খতিয়ে দেখবেন বলে মৌখিকভাবে জানান দুই বিচারপতি৷ 

জুবেরই প্রথম সাসপেন্ড হওয়া বিজেপি মুখপাত্র নূপুর শর্মার পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ভিডিয়োটি সামনে আনেন৷ তারপরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ এমনকী পশ্চিমের ইসলামিক রাষ্ট্রগুলিও নূপুরের মন্তব্যের নিন্দা করে৷ সেখানে ভারতীয় পণ্য বয়কটের ডাক ওঠে৷ আন্তর্জাতিক মঞ্চে ধাক্কা খায় ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি৷ ২৭ জুন জুবেরকে গ্রেফতার করে পুলিস৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, একটি টুইটে তিনি কয়েকজন কট্টর হিন্দুত্ববাদী নেতাকে বিদ্বেষকারী বলেছেন৷ উত্তরপ্রদেশের সীতাপুর এবং দিল্লিতে জুবেরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল৷ সেই দুটি মামলায় তিনি জামিনও পেয়ে যান৷ পরক্ষণেই ফের অন্য থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হন জুবেরকে৷ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*