রাষ্ট্রপতি নির্বাচনে সারা দেশে ভোট পড়লো ৯৯ শতাংশ, ১২ রাজ্যে ভোট ১০০ শতাংশ

Spread the love

সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে সারা দেশে ৯৯ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন রাতে জানিয়েছে, মোট ভোটার ছিলেন ৪৭৯৬ জন। কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরি-সহ ১১ টি রাজ্যে ১০০ শতাংশ ভোট পড়েছে। সংসদ ভবন ছাড়াও ৩০ টি রাজ্য বিধানসভায় এদিন ভোট গ্রহণ করা হয়। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট নেওয়া হয়। পশ্চিমবঙ্গের শাসকদলের অধিকাংশ সাংসদ বিধানসভাতেই ভোট দিয়েছেন। 

কমিশন জানিয়েছে, ছত্তীশগড়, গোয়া, গুজরাত, হিমাচলপ্রদেশ, কেরল, কর্নাটক, মধ্যপ্রদেশ, মণিপুর, মিজোরাম, সিকিম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ১০০ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনা হবে ২১ জুলাই।

এদিন রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী ছিলেন দ্রৌপদী মুর্মু। বিরোধী জোটের প্রার্থী ছিলেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। যশবন্তের অভিযোগ, এই ভোটেও বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে। সরকারি এজেন্সিগুলিকে কাজে লাগানো হয়েছে। টাকার বিনিময়ে ক্রস ভোটিং করা হয়েছে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য বিরোধী প্রার্থীর অভিযোগ খারিজ করে দিয়েছেন। ভোটের আগে তিনি বলেছেন, এই লড়াই কোনও ব্যক্তি বিশেষের নয়। এটা একটা আদর্শের লড়াই। অঙ্কের হিসেবে এনডিএ প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত। দুই প্রার্থীই সারা দেশে ঘুরে প্রচার চালিয়েছেন। 

বাংলায় বিজেপি বিধায়কদের একটি হোটেলে রাখা হয়েছিল রবিবার রাত থেকে। সেই হোটেল থেকেই এদিন তাঁরা বিধানসভায় আসেন। তৃণমূলের অভিযোগ, এই রাজ্যেও বিজেপি রিসর্ট রাজনীতি চালু করল। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে তার নিন্দা করেন। বিজেপি অবশ্য তৃণমূলের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*