২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন জিটিএ-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপাকে। ইতিমধ্যে আমন্ত্রণ পেয়েছেন তিনি। মঙ্গলবার কলকাতা যাওয়ার পথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ওই কথা জানান অনিত থাপা। ইতিমধ্যে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে জিটিএ নিয়ে রিভিউ মিটিং রয়েছে অনিত থাপার। পাশাপাশি এদিন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে অনিতের। তবে বৈঠক সেরে ২১ জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরবেন তিনি। আর তাঁর ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকার বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
এবারের জিটিএ নির্বাচনে ৪৫টি আসনের মধ্যে ২৭টি আসনে জয়লাভ করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। পরে কালিম্পংয়ের আরও তিনজন সভাসদ যোগ দিয়েছেন। আর জিটিএ নির্বাচনে জয়ের পর রাজ্য সরকারের সঙ্গে অনিত থাপার সখ্যতা আরও বৃদ্ধি পেয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের দলীয় সরাসরি অনিত থাপার উপস্থিতি অন্য চোখে দেখছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিকদলগুলি।
বিরোধীদের অভিযোগ, অনিত থাপা আগে থেকেই রাজ্যের শাসকদলের সঙ্গে অলিখিত জোট করে চলছিল। আর এদিনের বক্তব্যের মধ্যে দিয়ে এবার তা আরও প্রকাশ্যে এল। এনিয়ে অবশ্য অনিত থাপা বলেন, জিটিএ নিয়ে রিভিউ মিটিং রয়েছে। তারপর ২১ জুলাইয়ের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছি, সেখানেও যাব। তবে দলের আর কোনও নেতা, কর্মী সমর্থকরা ওই অনুষ্ঠানে যাবেন না।
অন্যদিকে, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করা গান নিয়েও মুখ খোলেন অনিত থাপা। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে কার্শিয়াংয়ে স্বাগত জানানোর সময় আমার দলের নির্বাচনী নেপালি গান চলছিল। সেটা দিদির পছন্দ হয় ও তিনি আমাকে অনুরোধ করেন যাতে এমনই গান যদি তৈরি করা যায় বাংলায়। সেই মতো বাংলায় অনুবাদ করে কার্শিয়াংয়ে রেকর্ডিং করা হয়েছে।
Be the first to comment