আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার কাণ্ডে চার্জশিট জমা দিল দিল সিবিআই। চার্জশিটে মোট ৪১ জনের নাম রয়েছে। অনুপ মাজি ওরফে লালা, বিকাশ মিশ্র ছাড়াও ৮ জন ইসিএল অফিসার, ৪ জন কয়লা মাফিয়া (জয়দেব মণ্ডল, নারায়ণ খারকা ওরফে নারায়ণ নন্দ, নীরদ মণ্ডল ও গুরুপদ মাঝি), ১০ জন কোম্পানি ডিরেক্টর, ১৫ জন কয়লা কারবারির নাম রয়েছে চার্জশিটে। বিনয় মিশ্র ও রত্নেশ বর্মার (দুজনেই পলাতক) নামেও চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তবে সিবিআই চার্জশিট দিলেও, কয়লা পাচার কাণ্ডে এখনও পর্যন্ত চার্জশিট দেয়নি সিআইডি। কয়লা কাণ্ডে সিবিআইয়ের সমান্তরাল তদন্ত চালাচ্ছে সিআইডি। রাজ্য সরকারের তরফে গঠন করা ২০ জনের এই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন সিআইডির ডিআইজি।
কয়লা কাণ্ডে এখনও পর্যন্ত ৩০-এর বেশি মামলার দায়ের হয়েছে। ইসিএলের তরফে কয়লা চুরি, দুর্নীতি-সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। প্রথমে ৩টি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে তদন্ত শুরু করে সিআইডি। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে তারা।
Be the first to comment