২১ জুলাই ছুটি বেসরকারি স্কুল, যানজট এড়াতে বন্ধ একাধিক বড় রাস্তা

Spread the love

২১ জুলাই কর্মসূচির জন্য ছুটি ঘোষণা করল শহরের একাধিক বেসরকারি স্কুল। অনেক স্কুল আবার অনলাইনে ক্লাস নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র-ছাত্রীদের যাতায়াতের অসুবিধের কথা মাথায় রেখে সোমবারের স্কুলগুলির তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার বন্ধ থাকছে ডন বস্কো (পার্ক সার্কাস), ডিপিএস (রুবি পার্ক)। একই ভাবে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গার্ডেন হাই এবং ক্যালকাটা গার্লসও। বাকি কয়েকটি বেসরকারি স্কুল বুধবার নিজেদের সিদ্ধান্ত জানাবে। 

একই ভাবে শহীদ দিবসে শহরের সব রাস্তায় যানজট আটকাতে একাধিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিস। নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সব রকম পণ্যবাহী যানবাহন শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  একই ভাবে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাম চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বন্ধ থাকবে উত্তর ও মধ্য কলকাতার কলেজ স্ট্রিট, বেন্টিংস্ট্রিট, বিধানসরণি, রবীন্দ্রসরণি, বি বি গাঙ্গুলি স্ট্রিটের মতো একাধিক বড় রাস্তা।

করোনা-কারণে গত দু’বছর বন্ধ ছিল প্রকাশ্য সমাবেশ৷ ওই সময়ে তৃণমূল কংগ্রেস ২১ জুলাই পালন করেছিল ভার্চুয়ালি। এবার পুরোনো জায়গাতেই ফিরছে শহিদ দিবসের মহাসমাবেশ৷ ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী বৃহস্পতিবার, ২১ জুলাই, লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তৃতা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই কারণে যে কোনও রকমের যানজট এড়াতে প্রস্তুত প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*