নূপুরের বিরুদ্ধে এখনই কড়া ব্যবস্থা নয়, রক্ষাকবচ সুপ্রিম কোর্টের

Spread the love

সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মা ৷ মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে যে নূপুরের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা আপাতত নেওয়া যাবে না ৷

উল্লেখ্য, গত ২৬ মে একটি বৈদ্যুতিন চ্যানেলের অনুষ্ঠানে হাজির ছিলেন নূপুর শর্মা ৷ বিজেপির মুখপাত্র হিসেবেই তিনি সেখানে ছিলেন ৷ অভিযোগ, সেখানে তিনি একটি মন্তব্য করেন ৷ যা নিয়ে ব্যাপক বিতর্ক হয় ৷ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভও হয় ৷ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক থানায় নূপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷ কলকাতা-সহ বাংলার বেশ কয়েকটি থানায় অভিযোগ দায়ের হয় নূপুরের বিরুদ্ধে ৷ তাঁকে হাজিরা দেওয়ার জন্য একাধিকবার নোটিশও পাঠানো হয় পুলিশের তরফে ৷ কলকাতা পুলিশ লুক আউট নোটিশও জারি করে ৷

যদিও ওই মন্তব্য করার পর থেকে নূপুরকে আর প্রকাশ্যে দেখা যায়নি ৷ তিনি এখনও পর্যন্ত কোনও থানায় হাজিরও হননি ৷ ইতিমধ্যে এই নিয়ে মামলা ওঠে সুপ্রিম কোর্টে ৷ সেখানে ওই মন্তব্যের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার দায় নূপুরের ওপরই চাপায় আদালত ৷ অভিযোগ, এর পর থেকেই নূপুরকে হুমকি দেওয়া হচ্ছে ৷ তাঁর প্রাণসংশয়ও হতে পারে ৷ সেই কারণে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন নূপুর ৷ তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ অগস্ট ৷ ওইদিন যে যে থানায় অভিযোগ দায়ের হয়েছে, সেই সমস্ত থানার থেকে উত্তর চাওয়া হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*