২১ জুলাই বিজেপির সভা নিয়ে এখনও অনিশ্চয়তা, ফের শুনানি দুপুর আড়াইটেয়

Spread the love

২১ জুলাই উলুবেড়িয়ার বাউড়িয়াতে বিজেপির সভা করা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল। বুধবার প্রথম পর্বের শুনানিতেও আদালত চূড়ান্ত কিছু জানায়নি। ফের শুনানি হবে বেলা আড়াইটের সময়। আদালতে বিজেপির দাবি, সভার প্রস্তুতি হয়ে গিয়েছে।  অতিথিদের আমন্ত্রণ করাও হয়েছে। এই অবস্থায় সভা পিছিয়ে দেওয়া সম্ভব নয়।

বিচারপতি মৌসুমি ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার তৃণমূলের পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে ধর্মতলায়। তার জন্য পুলিস ব্যস্ত থাকবে। এই অবস্থায় উলুবেড়িয়ায় বিজেপির কর্মসূচির জন্য নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নাও হতে পারে। বিজেপির আইনজীবী রাজদ্বীপ মজুমদার বলেন, সভা হবে বিকেলে তৃণমূলের কর্মসূচি ততক্ষণে শেষ হয়ে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*