সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল মহম্মদ জুবেরের। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মোট ৬টি মামলাতেই তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিল দেশের শীর্ষ আদালত। এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, মহম্মদ জুবেরকে আর হেফাজতে রাখার কোনও যৌক্তিকতা নেই। আজই তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য উত্তরপ্রদেশ জুড়ে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলির তদন্ত করছিল উত্তরপ্রদেশ পুলিসের সিট। এদিন জুবেরের বিরুদ্ধে তদন্ত করার জন্য তৈরি করা উত্তরপ্রদেশ পুলিসের সিট ভেঙে দেয় সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত জুবেরের বিরুদ্ধে দায়ের হওয়া সব কটি মামলাকে একত্রিত করে তার তদন্তভার উত্তরপ্রদেশ পুলিসের থেকে সরিয়ে নিয়ে এদিন দিল্লি পুলিসের স্পেশাল সেলকে হস্তান্তর করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।
সোমবার সুপ্রিম কোর্টে ছয়টি মামলার মধ্যে একটি মামলায় জামিন পেয়েছিলেন মহম্মদ জুবের। কিন্তু বাকি পাঁচটি মামলার কারণে তাঁকে সংশোধনাগারেই থাকতে হয়। তবে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, বুধবার পর্যন্ত মহম্মদ জুবেরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না উত্তরপ্রদেশ পুলিস৷ বুধবার এই মামলার পরবর্তী শুনানিতেই স্বস্তি পেলেন সাংবাদিক জুবের।
Be the first to comment