জুলাইয়ের শেষেও বৃষ্টি নেই কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে। তেমন কোনও পূর্বাভাসও দেয়নি হাওয়া অফিস। আজ ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবসে বিশাল জমায়েত হবে ধর্মতলায়। ইতিমধ্যে বহু লোক জড়ো হয়েছেন ৷ বৃষ্টির সম্ভাবনা না থাকায় এই জনসমাবেশে কোনও ব্যাঘাত ঘটবে না। তবে গরমে অস্বস্তি থাকবে ৷
আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ আকাশ প্রধানত মেঘলাই থাকবে। বৃষ্টি না হলে রোদ উঠলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী দু’দিন উত্তরবঙ্গের উপরের দিকে ৫টি জেলায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকবে ৷ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এই পূর্বাভাস কলকাতা শহরে আজকের সবচেয়ে বড় রাজনৈতিক সভার আয়োজকদের স্বস্তি দেবে। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাময়িক আরাম হবে। তবে যেভাবে ভরা বর্ষায় বৃষ্টি বিমুখ হয়েই আছে, তাতে সব মিলিয়ে জনজীবন এবং কৃষিকাজে প্রভাব পড়বে বলেই আশঙ্কা।
বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ। ফলে অস্বস্তিকর গরম ছিল। বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
Be the first to comment