কন্ঠস্বর আরও জোরালো হোক ৷ তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের আগে এই বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মানুষের জন্য তৃণমূল দল সবকিছু করতে তৈরি বলে দাবি করেছেন তিনি।
আজ একুশে জুলাই। তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে গত কয়েকদিন থেকেই দূর-দূরান্ত থেকে কলকাতায় আসা শুরু করেছেন কর্মী-সমর্থকরা ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শহর আরও একটা জনস্রোতের সাক্ষী হতে চলেছে ৷ সেই সমাবেশের আগে টুইট করে মানুষকে আরও দৃঢ়চেতা হওয়ার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, ২১ জুলাই হল বাংলার ইতিহাসের একটা পবিত্র দিন ৷ ১৯৯৩ সালে পুলিশি নৃশংসতায় যে ১৩ জন শহিদ প্রাণ হারিয়েছিলেন, তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি ৷
পাশাপাশি কণ্ঠস্বর আরও দৃপ্ত করার ডাক দিয়ে অভিষেক লিখেছেন, এই শহিদ দিবসে আমাদের কণ্ঠস্বর আরও দৃঢ় হোক- আমরা কোনও শক্তিকে ভয় পাব না ! মানুষের জন্য আমরা আমাদের সবটা দেব ৷
Be the first to comment