বিজেপি উন্মাদের দল, আট বছরে ৮০ টা ভুল করেছে ওরাঃ সুদীপ বন্দ্যোপাধ্যায়

Spread the love

ধর্মের নামে রাজনীতি করছে বিজেপি। নজর ঘোরাতে আজই রাষ্ট্রপতি ভোটের ফলপ্রকাশ করা হচ্ছে। লাগাতার চলছে এজেন্সির অপব্যবহার ৷ তবে রাজনীততে কোনও কথাই শেষ কথা নয় ৷ আমি নিজের জীবনে কখনও ভাবিনি সিপিএমকে শেষ হয়ে যেতে দেখব, কিন্তু দেখলাম তো। বৃহস্পতিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এমনটাই বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ১৯৯৩ সালে যাঁরা প্রাণ দিয়েছিলেন তাঁরা আজ স্বর্গ থেকে দেখছেন। সিপিএমকে মমতা বন্দোপাধ্যায় বাংলা থেকে শূন্য করে দিয়েছে। আজ রাষ্ট্রপতি ভোট গণনা করার কারণ ২১ জুলাই থেকে নজর ঘোরাতে। সভা থেকে নজর ঘোরাতেই সোনিয়াকে তলব করা হয়েছে৷ দলনেত্রীর এবারের লক্ষ্য বিজেপিকে শূন্য করা। ওটা একটা উন্মাদের দল। আট বছরের দেশ চালনায় ৮০ টা ভুল করেছে ওরা।

পাশাপাশি এদিন নোটবন্দি, অপরিকল্পিত লকডাউন, ত্রুটিপূর্ণ জিএসটি, চীন-ভারত ভূখণ্ডে অনুপ্রবেশ, জ্বালানির মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, যুক্তরাষ্ট্রের কাঠামো ভাঙচুর, ধর্মের নামে রাজনীতি-সবই করছে বিজেপি ৷ তাই বিজেপিকে দেশ থেকে সরাতে হবে। একুশের মঞ্চ থেকে এভাবেই চাঁচাছোলা ভাষায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*