দেবের কাঁধে ‘সিলিন্ডার’, জ্বালানির মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা মমতার

Spread the love

একুশে জুলাইয়ের মঞ্চে সুপারস্টার ও সংসদ দেব-এর হাতে গ্যাস সিলিন্ডার তুলে ধরালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের আকাশছোঁয়া দাম ও  লাগাতার জ্বালানীর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রকে মুখ্যমন্ত্রীর ব্যঙ্গাত্মক আক্রমণ গ্যাস সিলিন্ডার দেব-এর উচ্চতার সমান হয়ে গিয়েছে।

গত ২ বছর করোনার কারণে শহিদ দিবস পালন হয়েছিল ভার্চুয়ালি। কিন্তু এবছর ধর্মতলায় ধরা পড়ল অতিমারি পূর্বের তৃণমূলের শহিদ দিবসের ছবিই!  কাতারে কাতারে মানুষ উপচে পড়েছেন, মঞ্চে হাজির বহু টলি তারকা এবং বিশিষ্টজনেরা। এই মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশে কী বার্তা দেন সে দিকেই তাকিয়ে গোটা বাংলা।

এ দিন ডোমজুড় থেকে এক তৃণমূল কর্মী বেতের তৈরি গ্যাস সিলিন্ডার নিয়ে সমাবেশে আসেন ৷ লক্ষ লক্ষ ভিড়ের মধ্যে থেকে সেই রেপ্লিকা মমতার চোখে পড়ে ৷ সেটিকে মঞ্চে তুলে আনার নির্দেশ দেন তিনি ৷ মমতার নিরাপত্তা রক্ষীরা রেপ্লিকা সিলিন্ডার মঞ্চে তুলে আনার পরেই, দেবকে পোডিয়ামে ডেকে আনেন তৃণমূল নেত্রী ৷ নির্দেশ দেন সেটিকে ধরে দাঁড়াতে ৷ ‘বাহুবলী’ কায়দায় অভিনেতা তথা সাংসদ দেব সেটিকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়েন ৷

এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে রান্নার গ্যাসের দাম নিয়ে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশ্ন করেন, রান্নার গ্যাসের দাম কত? সাধারণ মানুষকে সমস্যায় ফেলে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে বিজেপির সরকার ৷ যেখানে স্বভাবসিদ্ধভাবে বিজেপির সরকারকে এলপিজি, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মমতা ৷

পাশাপাশি একুশের মঞ্চ থেকে নিজের বক্তব্যের শুরুতেই বিজেপিকে প্রবল আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উন্নয়নের পাশাপাশি কীভাবে বিজেপি গোটা দেশকে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে, তা নিয়ে রীতিমতো রণংদেহী মূর্তি ধারন করলেন তিনি। তাঁর ভাষায়, বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে। এটাই ওদের কাজ। বাংলায় আমাদের হারানোর চেষ্টা করেছিল। কিন্তু ওরা পারেনি। ২১ কখনও ভুলতে দেয় না। তাই তো বলি আবার ২১ ফিরিয়ে আনো বারবার। তৃণমূল কংগ্রেস থাকলে লক্ষ্মীর ভান্ডার,কন্যাশ্রী, সাস্থ্যসাথী, কৃষক বন্ধু,পেনশন ভাতা পাবেন।

মমতার হুঁশিয়ারি, ১০০ দিনের টাকা না পেলে দিল্লি গিয়ে ঘেরাও করব! তাঁর কথায়, বাংলাকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না। গরিব মানুষ গত সাত মাস ধরে কাজ করে টাকা পাচ্ছেন না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন আমার হকের টাকা বন্ধ করে দিলেন? ভোটে হেরেছেন বলে ভাতে মারার চেষ্টা করবেন? ১০০ দিনের কাজের টাকা যদি না দেয় বিজেপি সরকার, দিল্লি গিয়ে আপনাকে ঘেরাও করব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*