কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বর্ণময় সেলিব্রেশন যে হবে, তা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় কর্মীদের আরও একবার সেই কর্মসূচির কথা মনে করালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের শহিদ সমাবেশের মঞ্চ থেকে গোটা আগস্ট মাসের কর্মসূচি স্থির করে দিলেন তিনি।
৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস। তাই ওইদিন ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ। তবে ওইদিনই মহরম। তাই আদিবাসী দিবসের মিছিল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে শেষ করতে হবে। কারণ, দুপুর ১টার পর থেকে মহরমের তাজিয়া বেরোয়। তাই কোনওভাবে যাতে দু’টি পৃথক মিছিলে যাতে কোনও সংঘাত না হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দলনেত্রীর।
১৪ আগস্ট: ফ্রিডম অ্যাট মিড নাইট পালনের বার্তা দলনেত্রীর। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এলাকায় দেশাত্মবোধক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ।
১৫ আগস্ট: স্বাধীনতা দিবসে সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে বাড়িতে বাড়িতে পতাকা উত্তোলন করবেন কর্মীরা।
২২ আগস্ট: দুর্গাপুজোর আগে নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক।
২৮ আগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।
২৯ আগস্ট: রবিবার হওয়ায় ২৮ আগস্ট এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হবে না। পরিবর্তে ২৯ আগস্ট গান্ধীমূর্তির পাদদেশে দুপুর ১টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
১ সেপ্টেম্বর: দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তাই কলকাতায় বর্ণময় মিছিল করা হবে। ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ দলীয় কর্মী-সমর্থকদের।
৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান জানানোর নির্দেশ।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, তবে দুর্গাপুজোর পর কী কী পরবর্তী পরিকল্পনা রয়েছে, তা স্থির হবে পরে। তৃণমূল শৃঙ্খলাবদ্ধ দল তাই কমিটির নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করতে হবে কর্মীদের। দলীয় কর্মীদের জনসংযোগ রক্ষা করার বার্তা দেন দলনেত্রী। তিনি বলেন, আমি চাই আমার প্রত্যেক কর্মী হেঁটে এলাকায় ঘুরুন। সকলের সঙ্গে কথা বলুন। দেখা করুন। চায়ের দোকানে বসুন। কাউকে চা খাওয়ান। তবে চা বিক্রেতাকে টাকা দিতে ভুলবেন না। পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূল সুপ্রিমো জনসংযোগের উপর বেশি জোর দিয়েছেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
Be the first to comment