টানা আড়াই ঘন্টা পর শুক্রবার বেলা সাড়ে তিনটে নাগাদ দিল্লির ইডি দফতর থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী। সূত্রের খবর, সোমবার ফের তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে হতে পারে।
বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তলব করে ইডি। ন্যাশনাল হেরাল্ড মামলায় টাকা নয়ছয়ের অভিযোগ ওঠায় সোনিয়াকে এদিন ডাকা হয়। বেলা ১১টা নাগাদ দিল্লির ইডি দফতরে গিয়ে পৌঁছন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দুপুর সাড়ে ১২টা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিকরা।
এদিকে সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাস্তায় নামেন মল্লিকার্জুন খাড়গে, পি চিদম্বরম, অজয় মাকেন, কে সি বেণুগোপাল, অধীর চৌধুরী, শশী থারুর, সচিন পাইলট, অশোক গেহলটরা। দিল্লির রাস্তায় প্রতিবাদ শুরু হলে অধীর চৌধুরী, কে সি বেণুগোপাল-সহ প্রায় ৭৫ জন সাংসদকে আজ আটক করা হয়। কংগ্রেস সমর্থকরা এর বিরোধিতা করে দিল্লির স্টেশনে তিনটি ট্রেন থামিয়ে দেয়।
Be the first to comment