প্রাথমিক গণনায় যশবন্তকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে দ্রৌপদী

Spread the love

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, জানা যাবে আজই। এরই মধ্যে প্রথম রাউন্ডে সাংসদদের ভোট গণনায় এগিয়ে গেলেন এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যশবন্ত সিনহার থেকে তাঁর ভোটমূল্যের অঙ্ক অনেকটাই বেশি। সাংসদদের ভোট গণনায় দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫৪০ ভোট। বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮ ভোট। ১৫ জন সাংসদের ভোট বাতিল হয়েছে।

দ্রৌপদীর প্রাপ্ত ভোটের মূল্য ৩ লক্ষ ৭৮ হাজার। যশবন্তের প্রাপ্ত ভোটের মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ৬০০। সংসদ ভবনের বিশেষ কক্ষে চলছে ভোট গণনা। সকাল ১১টা থেকে শুরু হয়েছে গণনা। দ্রৌপদীর খাসতালুক ভুবনেশ্বর থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত ওডিশার উপারবেদা গ্রামে এদিন সকাল থেকেই উৎসবের আমেজ। রাষ্ট্রপতি নির্বাচনের ফলপ্রকাশের পর দ্রৌপদীর সঙ্গে দেখা করতে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়েছে ৯৯ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪ হাজার ৭৯৬ জন ভোটারের মধ্যে ৯৯. ১৮ শতাংশ ভোটার নিজের মতদান করেছেন। ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০ শতাংশ ভোট পড়েছে। খুব বড় কোনও অঘটন না ঘটলে রাষ্ট্রপতি নির্বাচনে অনায়াসে জিততে চলেছেন দ্রৌপদী। সকাল থেকেই তাই দ্রৌপদীর দিল্লির অস্থায়ী বাসভবন ৪, উমাশঙ্কর দীক্ষিত মার্গের বাংলোয় সাজো-সাজো রব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*