ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। বিরোধীদের সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে তিনি দেশের প্রথম আদিবাসী ও মহিলা রাষ্ট্রপতি হলেন। বৃহস্পতিবার সংসদের ৬৩ নম্বর ঘরে সকাল থেকে ভোটগণনার দিকে গোটা দেশের নজর ছিল। অবশেষে দ্রৌপদীই দেশের ১৫-তম রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা হিলসের বাসিন্দা হতে চলেছেন ৷ যদিও এই নির্বাচনের ফল কী হতে চলেছে তা অনেকাংশেই স্পষ্ট ছিল ৷ আগামী ২৪ জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ ৷ তারপরই শপথগ্রহণ করবেন দ্রৌপদী। এদিন দ্রৌপদীর জয়ের খবর নিশ্চিত হতেই টুইটারে নয়া রাশট্রপ্তিকে শুভেচ্ছা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইট করে দ্রৌপদীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনে লড়ে হেরে গেলেও বিজয়ী তথা নয়া রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে ভোলেন নি যশবন্ত সিনহাও।
তবে দ্রৌপদী যে অনায়াসে জিততে চলছেন তা প্রথম দু’রাউন্ড গণনার পরই বোঝা যায় ৷ তাই চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই বিজয় উৎসব শুরু হয়ে যায় রাজ্যে রাজ্যে ৷ আদিবাসীরা দ্রৌপদীর পোস্টার হাতে বিজয় উল্লাসে মেতে ওঠেন ৷ মিষ্টি বিলি শুরু হয়ে যায় তাদের মধ্যে ৷ এদিন তৃতীয় রাউন্ড গণনার পর দেশের রাষ্ট্রপতি হিসেবে জয় নিশ্চিত করে ফেলেন এনডিএ প্রার্থী ৷ মোট ভোটমূল্যের ৫০ শতাংশের বেশি গিয়েছে দ্রৌপদীর পক্ষে ৷
রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদি জানান, তৃতীয় রাউন্ডের গণনা পর্যন্ত বৈধ ভোট ৩২১৯ ৷ তার ভোটমূল্য ৮ লক্ষ ৩৮ হাজার ৮৩৯ ৷ এনডিএ প্রার্থী পেয়েছেন ২১৬১টি ভোট ৷ ভোটমূল্য ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ ৷ অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত পেয়েছেন ১০৫৮ ভোট৷ যার ভোট মূল্য ২ লক্ষ ৬১ হাজার ৬২ ৷ প্রাথমিক হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে, সারা দেশের ১০৪ জনের বেশি বিধায়ক ক্রস ভোট দিয়েছেন দ্রৌপদীর সমর্থনে ৷
এছাড়া বিভিন্ন দলের ১৭ জন সাংসদও ক্রস ভোট করেছেন দ্রৌপদীর পক্ষে ৷ ভোটের আগে থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করে আসছিলেন, এনডিএ প্রার্থী অনেক বাড়তি ভোটও পেয়ে যাবেন ৷ ফলাফলে দেখা যাচ্ছে, বিজেপি নেতাদের সেই দাবি সত্যি প্রমাণিত হলো ৷
২০২৪-এর লোকসভা ভোটের আগে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীর বিপুল ভোটে জয় বিজেপিকে অনেকটাই স্বস্তি দিল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এবার অনেক আগে থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মিলিত বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থী করার জন্য বিশেষ উদ্যোগ নেন ৷ ১৫ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে তিনি বিরোধী দলগুলির বৈঠকও ডাকেন ৷ তাতে এনসিপি, আরজেডি-সহ ১৭টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হাজির ছিলেন ৷
Be the first to comment