সিবিএসই দ্বাদশের ফলপ্রকাশ, পাসের হার ৯২.৭১ শতাংশ

Spread the love

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশের ফল। পাসের হার ৯২.৭১ শতাংশ। ছেলেদের পাসের হার ৯১.২৫ শতাংশ। মেয়ে পাসের হার ৯৪.৫৪ শতাংশ। মেয়েদের পাসের হার বেড়েছে ৩.২৯ শতাংশ। চলতি বছর ২৬ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত পরীক্ষা হয়েছিল। ছাত্র-ছাত্রীরা cbseresults.nic.in  and results.cbse.nic.in ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

নতুন ফর্ম্যাটে এ বছর দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। বছরের শেষে চূড়ান্ত পরীক্ষার বদলে, এবার প্রতিটি ক্লাসের জন্য দুটো টার্মে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রথম টার্মে পড়ুয়াদের অবজেকটিভ প্রশ্নের উত্তর দিতে হয়েছে, দ্বিতীয় টার্মে প্রশ্ন ছিল সাবজেকটিভ।

কীভাবে ওয়েবসাইটে সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল দেখতে পারবেন?

১) অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং cbseresults.nic.in-তে যেতে হবে।

২) হোমপেজে ‘CBSE Class 12th Result’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) রোল নম্বর, স্কুলের কোড এবং জন্মতারিখ দিতে হবে।

৪) স্ক্রিনে সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে।

৫) ফলাফল ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রিন্ট করে নিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*