হাইকোর্টে হাজিরা দিলেন প্রাথমিকে দুর্নীতিতে অভিযুক্ত বাগদার রঞ্জন মণ্ডল। ১৭ নম্বর এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে হাজিরা দেন তিনি। ইতিমধ্যেই রঞ্জনকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই। সাদা খাতা জমা দিয়ে চাকরির তথ্য জোগাড়েই রঞ্জনকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সোশাল মিডিয়ায় একাধিকবার সরব হয়েছেন অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। ২০২১ সালে নিজের ফেসবুক পোস্টে উপেন জানান, প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রি করেছেন রঞ্জন। প্রাথমিকের জন্য ১০ লক্ষ এবং উচ্প্রাথমিকের জন্য ১৫ থেকে ২০ লক্ষ টাকা করে নেন ওই রঞ্জন।
মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের জন্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত দর উঠেছে। তবে এই রঞ্জন আসলে কে, তা সেই সময় খোলসা করেননি উপেন। এদিকে রঞ্জনকে জেরার করার জন্য এদিন তাঁর বাড়ি পৌঁছয় ইডি। শুক্রবার সকাল ৯টায় চন্দনের বাড়িতে পৌঁছে যান ইডির প্রতিনিধিরা। তবে বাড়ির গেট বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেননি ইডির প্রতিনিধিরা।
Be the first to comment