টানা ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। তারপর গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, তাঁকে ইডির গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে। গাড়ির নম্বর ৬১৮৯। শনিবারই তাঁকে আদালতে তোলা হবে বলে ইডি সূত্রে খবর। এদিকে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানেন না পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কারও সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি।
পাশাপাশি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক করা হয়েছে। প্রায় ২৬ ঘণ্টা ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নাকতলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন ইডির আধিকারিকেরা। শুক্রবার সকাল সাড়ে ৭টায় পার্থর নাকতলার বাড়িতে যান কেন্দ্রীয় এজেন্সি। তারপর থেকে দফায় দফায় জেরা করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
শুক্রবার সন্ধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ইডি। টালিগঞ্জের ওই অভিজাত আবাসনের দোতলার ফ্ল্যাটে রাতভর টাকা গোনা চলে। এখনও পর্যন্ত ২১ কোটি টাকা গুনতে পেরেছেন ব্যাঙ্ককর্মীরা। সূত্রের খবর, শুক্রবার তল্লাশি চালানোর সময় ইডির তদন্তকারীদের হাতে পড়া একটি কাগজ থেকেই অর্পিতার নাম উঠে আসে। অর্পিতার ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এল? সেটাই বড় প্রশ্ন।
শুক্রবার শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে হানা দেয় ইডি। এদিন প্রায় ১৪টি জায়গায় ৮০-৯০ জন ইডির আধিকারিকরা অভিযান চালান। জিজ্ঞাসাবাদ করা হয় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টচার্য এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীকেও।
Be the first to comment