২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্য়ায়কে শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে। বাড়ি থেকে গ্রেফতার করার পর তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ইএসআই হাসপাতালে। এদিনই তাঁকে আদালতে তোলার সম্ভাবনা রয়েছে।
তবে সূত্রের খবর, কলকাতায় রেখে জিজ্ঞাসাবাদ করা হবে না তাঁকে। তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার বিকেল ৫ টা থেকে ৬ টার মধ্যে তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। সেখানে মন্ত্রীকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
দিল্লির ইডি-র সদর দফতর সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হবে রাজধানীতে। পার্থ চট্টোপাধ্যায় শুধু রাজ্যের একজন মন্ত্রীই নন, রাজনৈতিকভাবে যথেষ্ট প্রভাবশালী। মনে করা হচ্ছে, রাজ্যে জিজ্ঞাসাবাদ করা হলে প্রভাব খাটানো হতে পারে। সেই কারণেই সম্ভবত তাঁকে কলকাতায় রেখে জিজ্ঞাসাবাদ করতে চাইছে না ইডি।
Be the first to comment