ঘড়ির কাঁটা তখন ৩টে টপকেছে। হরিদেবপুরের আবাসনের সামনে এসে দাঁড়ালো ট্রাকটি। সামনে সাঁটা কাগজে লাল হরফে বড় বড় করে লেখা ‘আরবিআই’।
গত ২৪ ঘণ্টায় সংবাদের শিরোনামে চলে এসেছে হরিদেবপুরের এই অভিজাত ফ্ল্যাট। শুক্রবার থেকে যার একটা ঘরে বসে নাগাড়ে টাকা গুণে চলেছেন ব্যাঙ্কের জনাকয়েক কর্মী।
তাঁদের সঙ্গী বেশ কয়েকটি টাকা গোনার মেশিন। যে টাকায় তাঁদের অধিকার নেই, যে টাকার দিকেক তাকিয়ে দেশের তামাম সংবাদমাধ্যমের ক্যামেরা। মূল্যের হিসেবে যে টাকার দাম ২১ কোটির বেশি।
আবাসনের সামনে দাঁড়ানো ট্রাকটা থেকে একে একে তোলা হল ২০টির বেশি ট্রাঙ্ক। এই ট্রাঙ্কেই ভরা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘর থেকে পাওয়া ভূড়ি ভূড়ি টাকা। এ টাকার হিসেব জানতেই গতকাল পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়িতে হানা দিয়েছিল ইডি।
সদুত্তর না পেয়ে মডেল-অভিনেত্রী অর্পিতা আটক করেছে ইডি। আর তার ঘর থেকে উদ্ধার হওয়া টাকা আরবিআইয়ের ছাপ মারা ট্রাঙ্কে ভরে চলেছে ব্যাঙ্কে।
ইডি সূত্রে খবর, টাকা গোনার সাত-সাতখানা মেশিন ২০ ঘণ্টারও বেশি সময় ধরে লড়াই চালিয়েছে। তার পর অর্পিতার বাড়ি থেকে প্রাপ্ত টাকার মোট হিসেব পেয়েছ ইডি আধিকারিক। তারপরই সেই টাকা গেলো ব্যাঙ্কে।
Be the first to comment