স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট৷
শুক্রবার সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকাল ১০টায় ইডি গ্রেফতার করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷
এরপর জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার পর এদিন তাঁকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে৷ সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে ইডির বিশেষ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ৷
এদিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করানো হয়৷ তাঁর আইনজীবী দেবাশিস রায় জামিনের আবেদন জানিয়ে বলেন, মন্ত্রীর কাছ থেকে কোনও টাকা পাওয়া যায়নি৷ মেলেনি কোনও প্রামাণ্য নথিও৷ হাইকোর্ট সিবিআইকে গ্রেফতার করা কোনও নির্দেশও দিল না৷ অথচ কী এমন ঘটল এত বড় মন্ত্রীকে গ্রেফতার করতে হল ইডিকে৷ একজন ৭০ বছরের বৃদ্ধকে এভাবে গ্রেফতার করা হলো? এই গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি৷ উনি কি পালিয়ে যাচ্ছিলেন?
অন্যদিকে ইডির আইনজীবী বলেন, এটা আর্থিক অপরাধের মামলা৷ মন্ত্রীর ঘনিষ্ঠ একজনের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা এবং অন্যান্য সম্পত্তি পাওয়া গিয়েছে৷ ১৪টি জায়গায় ইডি একযোগে তদন্ত চালিয়েছে গতকাল৷ তার মধ্যে দু’টি জায়গা খুবই সন্দেহজনক৷ ইডির আইনজীবী জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন৷
এরপরই বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়ে জানান, জামিন দেওয়ার অধিকার তাঁর নেই৷ এব্যাপারে তাঁর ক্ষমতা সীমিত৷ এরপরই তিনি সোমবার ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে হাজির করানোর নির্দেশ দেন৷
Be the first to comment