গ্রেফতারের পর শনিবার রাতে এসএসকেএম হাসপাতালেই কাটিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শনিবার রাত আটটায় ব্যাঙ্কশাল কোর্ট থেকে পার্থকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে ৷ মন্ত্রীর চিকিৎসায় গঠিত হয় সাত সদস্যের মেডিকেল বোর্ড৷ বর্তমানে তিনি চিকিৎসক তুষার চক্রবর্তীর তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন কার্ডিওলজি বিভাগের এসি ওয়ান কেবিনে৷
শনিবার তাঁকে আইসিইউ-র ১৮ নম্বর কেবিনে রাখা হয়েছিল৷ কিন্তু নিরাপত্তা জনিত কারণে এবং আরও নিবিড়ভাবে তাঁকে পর্যবেক্ষণে রাখতে দোতলার এসি ওয়ান ব্যক্তিগত কেবিনে নিয়ে আসা হয়৷
মন্ত্রীর চিকিৎসার জন্য কার্ডিওলজি বিভাগের দু’জন, এন্ডোক্রিনোলজি, নেফ্রোলজি, জেনারেল মেডিসিন, অর্থোপেডিক বিভাগের একজন করে মোট সাত চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়৷ ৬৯ বছর বয়সি পার্থর উচ্চ রক্তচাপ, থাইরয়েড, কিডনি এবং হৃদযন্ত্রে পুরনো সমস্যা রয়েছে৷ তাই সেগুলোর চিকিৎসায় বাড়তি নজরদারি দিয়েছেন চিকিৎসকরা৷
এদিকে শনিবার আদালত থেকে এসএসকেএম হাসপাতালে আসার পর হুইলচেয়ারে বসিয়ে পার্থকে ভিতরে নিয়ে যাওয়া হয়৷ শনিবার ব্যাঙ্কশাল আদালতের নির্দেশেই শিল্পমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছে ইডি৷ শনিবার রাতেই হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রীবাস্তবের কাছে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে৷
Be the first to comment