শনিবার সন্ধ্যায় গ্রেফতার হওয়ার পর সারারাত নিজাম প্যালেসে কাটলো অর্পিতা মুখোপাধ্যায়ের। জানা গিয়েছে, ইডি এবং সিআরপিএফ-এর মহিলা আধিকারিকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। রবিবার বেলা ১১টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতার দফতর অর্থাৎ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে। সেখানে ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে।
এরপর অর্পিতাকে ব্যাংকশাল আদালতে পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তারা ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে অর্পিতার বেডরুমের ভিতর প্রায় ২১ কোটি টাকা-সহ লক্ষ লক্ষ টাকার সোনার গয়না এবং বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে ৷ সেই টাকাগুলি কোথা থেকে এসেছিল এবং কেন তাঁর ফ্ল্যাটে এই টাকা রাখা হয়েছিল, তা বিশদে জানার জন্যই অর্পিতা মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেওয়া অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ।
পাশাপাশি ইডির তরফে পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও জানা গিয়েছে।
Be the first to comment