আইনের উপর সবসময আস্থা আছে, জোকা হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অর্পিতা

Spread the love

গ্রেফতারের পর রবিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে অর্পিতা মুখোপাধ্যায়কে৷ তার আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতাকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে৷ এদিন গাড়ি থেকে নামার পর অভিনেত্রী-মডেল সাংবাদিকদের কাছে দাবি করেন, আইনেই ভরসা রাখছেন৷ আইন আইনের পথে চলবে৷

যদিও শনিবার গ্রেফতারের পর অর্পিতা দাবি করেন, তিনি বিজেপির চক্রান্তের শিকার৷ তাঁর সঙ্গে অন্যায় হয়েছে৷ নিজেকে নির্দোষ জানিয়ে তিনি চিৎকার করে বলতে থাকেন, আমি কোনও অন্যায় করিনি৷ এটা বিজেপির চাল এবং চক্রান্ত৷

শুক্রবার অর্পিতার বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করে ইডি৷ বস্তা ভর্তি টাকা দেখে ইডি তখনই অনুমান করেছিল, টাকার অঙ্ক কয়েক কোটি ছাড়িয়ে যেতে পারে৷ পরে টাকা গোণার যন্ত্র নিয়ে আসা হয়৷ শুক্রবার সারারাত এবং শনিবার বিকেল পর্যন্ত চলে গণনা৷ ২১ কোটির বেশি টাকা উদ্ধার হয় হরিদেবপুরের অভিজাত আবাসনের অর্পিতার ফ্ল্যাট থেকে৷

উদ্ধার হওয়া টাকা টিনের ট্রাঙ্কে ভরে স্ট্র্যান্ড রোডের এসবিআই প্রধান দফতরে নিয়ে যাওয়া হয়৷ সবশুদ্ধ ১৫টি ট্রাঙ্ক তোলা হয় গাড়িতে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*