চিকিৎসার জন্য সোমবার সকালেই ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে

Spread the love

সোমবার সকালে এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসার জন্য ভুবনেশ্বর নিয়ে যাবে ইডি। সেখানকার এইমসে চিকিৎসা হবে তৃণমূল মহাসচিবের, নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরও নির্দেশ, পার্থকে পরীক্ষা করবেন কার্ডিওলজি, ইউরোলজি সহ একাধিক বিভাগের চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট সোমবার বিকেল ৩টের মধ্যে ইডির বিশেষ আদালতে পেশ করতে হবে কারণ বিশেষ আদালতে বিকেল ৪টের সময় রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি।

শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত। তার পরই অসুস্থ হয়ে পড়েন বর্তমান শিল্পমন্ত্রী। ভর্তি হন এসএসকেএমে। পার্থর এসএসকেএমে ভর্তি হওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে ইডি।তাদের দাবি ছিল, এসএসকেএমের চিকিৎসকরা তদন্তকারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। প্রয়োজনে কল্যাণী এইমস বা ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে পার্থর চিকিৎসা করানোর প্রস্তাব দেয় ইডি।

আজ, রবিবার এই মামলার শুনানিতেই হাইকোর্ট বলে, কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিগ্রস্ত। ফলে সেখানে চিকিৎসা সম্ভব নয়। এর পরই ভুবনেশ্বর নিয়ে যাওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশ, আগামীকাল, সোমবার পার্থ সঙ্গে তাঁর আইনজীবী ছাড়াও ভুবনেশ্বর যাবেন এসএসকেএমের কোনও একজন চিকিৎসক। চেকআপের রিপোর্ট বিকেল ৩-টের মধ্যে ইডির বিশেষ আদালতে পেশ করতে হবে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*