এয়ার অ্যাম্বুলেন্সে করে সোমবার সকালেই ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যে এইমসে পৌঁছেও গিয়েছেন তিনি। এর মধ্যে ভুবনেশ্বর এইমসে কয়েকজন বাঙালি যুবক প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
মূলত বাংলা থেকে যাঁরা চিকিৎসা করাতে এইমসে এসেছিলেন সেই রকমই একদল বাঙালি যুবক এদিন পার্থবাবুকে ঘিরে বিক্ষোভ দেখান। এদিন যেই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যম্বুলেন্স হাসপাতালে ঢোকে, সঙ্গে-সঙ্গে তাঁরা স্লোগান দেওয়া শুরু করেন। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বলতে থাকেন, বাংলায় শাসনব্যবস্থা নেই কিছু। সব দালাল। সেখানে সব পুলিশ, হাসপাতাল সরকারের হয়ে কাজ করছে।
এদিন ওই সব যুবক পার্থ চট্টোপাধ্যার দুর্নীতি নিয়ে স্লোগান দিতে থাকেন। তাঁরা দাবি করেন পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতিগ্রস্ত। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। বলতে থাকেন, বাংলার চিকিৎসা ব্যবস্থার অবনতির কথা। সেই কারণেই তাঁদের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে এসে চিকিৎসা করা হচ্ছে।
এক বিক্ষোভকারী বলেন, আমার মা এখানে এক মাস ধরে ভর্তি রয়েছে। তাঁর হার্টের সার্জারি হবে। আমায় কেন পশ্চিম মেদিনীপুর থেকে এখানে আসতে হবে? আজ যদি আয়ুষ্মান ভারত চালু থাকত তাহলে মায়ের চিকিৎসা বিনামূল্যে হত। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করছি কেন এই প্রকল্প চালু নেই? আমর মায়ের অপারেশনের জন্য ৩ লক্ষ টাকা খরচ হয়েছে।
বিক্ষোভকারী আরও জানান, স্বাস্থ্য সাথীর সুযোগ সুবিধাও আমাদের রাজ্যে ভালো নেই। স্বাস্থ্য-সাথী থাকলে পার্থ চট্টোপাধ্যায় কেন ভুবনেশ্বর এসেছেন?
অপরদিকে, প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে ইমারজেন্সির দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সেখানেই হবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা।
সোমবার ভোর সাড়ে ছ’টা নাগাদ SSKM-এর কার্ডিয়োলজি ইমারজেন্সির সামনে আসে অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে করেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় কলকাতা বিমানবন্দরের উদ্দেশে। সেখানে থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়।
Be the first to comment