রাজ্যের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন

Spread the love

পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি তাঁর পরিবারের মাধ্যমে জানিয়েছেন, তিনি অনেক পুরস্কার পেয়েছেন। এবার নতুন কাউকে ওই সম্মান দেওয়া হোক।

এই মুহূর্তে অমর্ত্য বিদেশে রয়েছেন। সোমবার পুরস্কার দেওয়ার দিন তিনি কলকাতায় হাজিরও থাকতে পারবেন না। বস্তুত, নবান্ন সূত্রের খবর, অমর্ত্যের অভিমত জানার পর পুরস্কারপ্রাপকদের চূড়ান্ত তালিকায় তাঁর নাম রাখা হয়নি।

সোমবার কৃতীদের হাতে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে ‘মহানায়ক সম্মান’-ও। বিকেলে নজরুল মঞ্চে এই উপলক্ষে বহু কৃতী মানুষের সমাগম হবে।

তবে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদের দায়িত্ব সামলানো কৌশিক বসুকেও এবছর সর্বোচ্চ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে সাংবাদিক অশোক দাশগুপ্তকে। অশোকবাবু এই পুরস্কারের জন্য রাজ্য সরকারের প্রতি তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, সুস্থ থাকলে অবশ্যই অনুষ্ঠানে যেতাম। কিন্তু অসুস্থতার কারনে আমি শয্যাশায়ী, দীর্ঘদিন ঘরবন্দি। তাই সশরীরে অনুষ্ঠানে থাকতে পারব না। বঙ্গ ভূষণে সম্মানিত করা হচ্ছে জয়ন্ত ঘোষাল ও দেবাশিস ভট্টাচার্যকে।

এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের কর্তারাও। খেলাধূলায় বিশেষ অবদানের জন্য এই তিন ক্লাবও পেতে চলেছে রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষন। এসএসকেএম হাসপাতালের আধিকারিকরাও অনুষ্ঠানে থাকবেন। চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্যের এই সরকারি হাসপাতালকেও বঙ্গবিভূষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*