পার্থ-অর্পিতার ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ, ৪৮ ঘণ্টা অন্তর করাতে হবে মেডিক্যাল

Spread the love

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে দশ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিলো আদালত। আগামী ৩ আগস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে দু’জনেরই প্রতি ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল করতে হবে।

প্রসঙ্গত, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ২১ কোটি ৯০ লাখ টাকা নগদ উদ্ধার করেছে। এর পাশাপাশি বেশ কিছু বিদেশি মুদ্রা এবং প্রচুর সোনার গয়না পাওয়া গিয়েছে। পরের দিনই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডির তরফে দাবি করা হয়, অর্পিতা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

প্রসঙ্গত সোমবার আদালতে শুনানি শেষে বেশ কয়েক ঘণ্টা রায়দান স্থগিত রেখেছিল আদালত। এরপর আদালতের রায়ে ১০ দিন ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয় উভয়ের ক্ষেত্রেই। পাশাপাশি প্রতি ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল করানোরও নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, অর্পিতার আইনজীবী এদিন জানিয়েছিলেন, সোমবার অর্পিতার জামিনের জন্য আবেদন করা হয়নি। তাঁরা রিমান্ডের উপর সওয়াল করেছিলেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা মন্ত্রীর জামিনের জন্যই সওয়াল করেছিলেন।

অনুরোধ করেছিলেন প্রয়োজনে পিসি দেওয়া হোক তাঁর মক্কেলকে। তবে তা দিতে হবে অল্প সময়ের জন্য। অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ১৪ দিন এবং অর্পিতাকে ১৩ দিন তাদের হেফাজতে চেয়েছিলো ইডি।

এদিন দুপক্ষের সওয়াল জবাবের পর আদালত রাজ্যের শিল্পমন্ত্রী এবং অর্পিতার ৩ তারিখ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয়।

প্রসঙ্গত এদিনই ভুবনেশ্বর এইমস তৃণমূল মহাসচিবের স্বাস্থ্য পরীক্ষার পর জানিয়ে দেয়, বেশ কিছু ক্রনিক রোগে আক্রান্ত পার্থ। কিন্তু তার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। বাড়িতে থেকে নিয়মিত ওষুধ খেলেই চলবে। একইসঙ্গে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি না করার সিদ্ধান্ত জানায় এইমস।

যদিও সোমবার রাতে ভুবনেশ্বরেই থাকতে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*