রাজনীতিতে মানভঞ্জন যশবন্ত সিনহার। মঙ্গলবার বিজেপি জমানার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত জানিয়ে দেন, আপাতত তিনি একা থাকতে চান। রাষ্ট্রপতি পদে শোচনীয় পরাজয়ের পর তাঁর সঙ্গে তৃণমূলের কেউ যোগাযোগ করেনি বলেও এদিন জানান তিনি।
যশবন্ত বলেন, কেউ আমার সঙ্গে একটি কথাও বলেনি। আমিও কারও সঙ্গে যোগাযোগ করিনি। তবে, একজন তৃণমূল নেতার সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ রয়েছে বলে জানান যশবন্ত।
রাষ্ট্রপতি পদে দাঁড়ানোর জন্য তৃণমূলের সাংসদ পদ ছাড়তে হয়েছিল তাঁকে। কিন্তু, রাষ্ট্রপতি ভোটে হারার পর এখন ফের তৃণমূলে যোগ দিচ্ছেন না দেশের প্রাক্তন অর্থ ও বিদেশমন্ত্রী। শুধু তৃণমূলই বা কেন, কোনও দলেই ভিড়তে চাইছেন তিনি অর্থাৎ, তিনি এখনকার মতো রাজনৈতিক ব্রহ্মচর্য পালনের কথা ঘোষণা করলেন।
দেশীয় রাজনীতিতে রাষ্ট্রপতি পদের নির্বাচন সর্বোচ্চ সম্মানের লড়াই। রীতি অনুযায়ী এই ভোটে যাঁরা দাঁড়ান, তাঁদের কয়েকজন ছাড়া অধিকাংশই রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই রাজনীতি থেকে সরে এসে রাইসিনার লড়াইয়ে নামেন তাঁরা। কিন্তু, ভোটে হেরে যাওয়ার পর সম্মানের প্রশ্নে তাঁদের ফের রাজনীতিতে ফিরে আসা মানুষ ভালো চোখে নেয় না। সে কারণেই বোধহয় যশবন্ত সিনহার এহেন সিদ্ধান্ত বলে রাজনৈতির মহলের ধারণা।
এদিন ৮৪ পেরিয়ে যাওয়া যশবন্ত বলেন, এখন তিনি কী করবেন, সে বিষয়েও কোনও সিদ্ধান্ত নেননি। বলেন, আমি এখন একলা থাকতে চাই। কোনও দলে যোগ দিচ্ছি না। তিনি আরও বলেন, আমাকে এখন ভেবে দেখতে হবে, আমি কী করতে পারি কারণ, বয়স একটা সমস্যা। আর কতদিন সক্রিয় থাকতে পারব, তাও বুঝতে পারছি না।
Be the first to comment