মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের দাবিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। চিঠিতে অধীর লেখেন, ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিলেন। বর্তমানেও তিনি মন্ত্রিসভার সদস্য। ইতিমধ্যে শিক্ষক দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে। এ বিষয়টি বাংলার মানুষের কাছে আর নতুন নয়। এটা রাজ্য সরকারের কলঙ্ক। তাই আমার অনুরোধ, বিষয়টি বিবেচনা করে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হোক।
উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তাঁর ঘনিষ্ঠ অর্পিতার মুখোপাধ্যায়ের কাছ থেকে ২০ কোটি টাকারও বেশি উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। আগামী ৩ অগাস্ট পর্যন্ত তাঁদের ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। সোমবার মখ্যমন্ত্রী জানান, দুর্নীতিকে সমর্থন করি না। কেউ দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডও সমর্থন করব।
মমতা আরও বলেন, আমার ধারণা রাজনীতি মানে ত্যাগ। এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। সঠিক সময়ের মধ্যে বিচার হোক। এর মধ্যে কে কে আছে, আমি এখনও জানি না। চোর ডাকাতদের তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয় না।
Be the first to comment