কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীকে ইডির দ্বিতীয় দিনের জেরার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির রাজপথে নামে কংগ্রেস সমর্থকরা। দিল্লির রাজপথে আটকে বিক্ষোভে সামিল ছিলেন সনিয়া পুত্র তথা কংগ্রেস প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস সমর্থক সহ শীর্ষ নেতাদের নিয়ে রাস্তায় বসে প্রতিবার দেখানোর কারণের এবার আটক করা হয়েছে কংগ্রেস নেতাকে।
কংগ্রেস নেতারা দিল্লিতে অসংখ্য পুলিশ দ্বারা বেষ্টিত রাজপথে বসে বিক্ষোভ দেখান। মূল্যবৃদ্ধি, জিএসটি থেকে শুরু করে বিরোধী নেতাদের উপর কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি কোপ সহ একাধিক বিষয় উল্লেখ করে প্রতিবাদ জানায় কংগ্রেস সমর্থকরা। প্রায় ৩০ মিনিট ধরে এই বিক্ষোভের পরেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল, অধীর চৌধুরী-সহ কংগ্রেস কর্মীদের আটক করে পুলিশ।
অন্যদিকে আটক হওয়ার আগে রাহুল গান্ধী ক্ষোভ উগড়ে বলেছেন, ‘‘ভারত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, মোদী রাজা।’’
ন্যাশনাল হেরাল্ড মামলায় পার্টির অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে কংগ্রেস সাংসদরা আজ সংসদ চত্বরে গান্ধী মূর্তি থেকে বিজয় চকের দিকে মিছিল করেছে। আজ মেয়ে প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ইডির দফতরে দ্বিতীয়বার হাজিরা দিয়েছেন। গত ২১ জুলাই প্রায় ৩ ঘণ্টার জেরার পর ফের আজ সনিয়াকে তলব করেছিল ইডি। রাহুলের পর সনিয়াকে বারবার এই তলব নিয়েই বিজেপির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে কংগ্রেস।
Be the first to comment