হস্তশিল্প পণ্যের উপর থেকে উঠেলো জিএসটি, কমবে এই সব জিনিসের দাম

Spread the love

২৯টি হস্তশিল্প পণ্যের উপর থেকে জিএসটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। বৃহষ্পতিবার কাউন্সিলের ২৫ তম বৈঠকের পর এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রসঙ্গত, সাধারণ বাজেটের আগে এটাই ছিল জিএসটি কাউন্সিলের চুড়ান্ত বৈঠক।

জিএসটি কাউন্সিলের ২৫তম বৈঠক শেষ হওয়ার পর অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, নতুন এই করের হার চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে লাগু করা হবে। ফলে ২৫ জানুয়ারির পর থেকে কমে যাবে অনেক জিনিসের দাম। এখন একনজরে দেখে নেওয়া যাক নতুন করের হার-

১. গবেষণার কাজে ব্যবহৃত বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রযুক্তিগত যন্ত্রপাতি, গৃহস্থলির কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের ক্ষেত্রে কর ১৮ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল।

২. এছাড়াও বেকারিতে উৎপাদিত চিনি দেওয়া দ্রব্য এবং ফসফরিক অ্যাসিড দেওয়া রাসায়নিক সার এখন ১৮ শতাংশের বদলে ১২ শতাংশ কর স্ল্যাবের আওতাভুক্ত করা হয়েছে।

৩. পাশাপাশি ২০ লিটার বোতলের পানীয়তে কর এখন ১৮ শতাংশ থেকে দাঁড়ালো ১২ শতাংশে। পুরনো পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি বিক্রির ক্ষেত্রে এবার থেকে ২৮ শতাংশ করের বদলে কমে দাঁড়াবে ১‌৮ শতাংশে।

৪. এদিকে দাম বাড়ল সিগারেটের ফিল্টারের। আগে এতে ১২ শতাংশ কর বসলেও ২৫ জানুয়ারির পর এর জন্য ১৮ শতাংশ কর দিতে হবে দেশবাসীকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*