প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির পর ক্রমশ শাসক দলের বিরুদ্ধে সুর চড়া হচ্ছে বিরোধীদের। সেই আবহেই এবার বিস্ফোরক দাবি করলেন মিঠুন চক্রবর্তী। কলকাতায় এসে তিনি দাবি করলেন ৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে ভাল সম্পর্কে রয়েছে। শাসক দলের ২১ জন বিধায়ক তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন বলেও দাবি করলেন মিঠুন। বুধবার কলকাতায় এসে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিনেতা তথা রাজনীতিক মিঠুন চক্রবর্তী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন দাবি করেন তিনি।
বুধবারই একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ২০২৪-এ কোনওভাবেই বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসবে না। এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলেই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানিয়েছেন, কী অঙ্ক, কী পরিসংখ্যান, সেই হিসেব তাঁর জানা নেই। শুধু এটুকু জানেন বিজেপি ক্ষমতায় আসবে না। এই প্রসঙ্গে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা দাবি করেন, তৃণমূলের একগুচ্ছ বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে। মিঠুন বলেন, ‘চলুন একটি ব্রেকিং নিউজ দিচ্ছি। ২৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে ভাল সম্পর্কে আছে। তার মধ্যে ২১ জন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছে।’ তাই ২০২৪ নিয়ে মমতা এমন দাবি করলেও বিশেষ চিন্তিত নন তিনি।
পাশাপাশি, এ দিন পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, কোনও প্রমাণ না থাকলে নিশ্চিন্তে ঘুমোতে পারেন অভিযুক্ত। কিন্তু প্রমাণ যদি পাওয়া যায়, তাহলে প্রধানমন্ত্রী কেন, খোদ প্রেসিডেন্টও বাঁচাতে পারবে না। তবে মন্ত্রীর কোনও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাননি তিনি।
Be the first to comment