বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। শিল্প, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর এদিনই প্রথম বৈঠক। ক্যাবিনেট বৈঠকের পাশাপাশি এদিন শিল্প দফতরের পরামর্শদাতা কমিটির বৈঠকও হতে পারে বলে খবর। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিক্ষক দুর্নীতি মামলায় এখন ইডি হেফাজতে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে এদিনের বৈঠক যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। বৈঠকে রাজ্যের শিল্প মহলকে আশ্বস্ত করতে পারেন মমতা।
পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ ‘গুপ্তধন’ উদ্ধারের পর দলের ভিতর-বাইরে থেকে চাপ আসছে খোদ মুখ্যমন্ত্রীর উপর। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া মন্ত্রীর নৈতিক কারণেই ইস্তফা দেওয়া উচিত বলে অনেকের মত। কিন্তু পার্থ ইস্তফা না দেওয়ায় তাঁকে মন্ত্রিসভা থেকে সরাতেই পারেন মুখ্যমন্ত্রী। এই চাপানউতোরের মধ্যেই এদিন বৈঠকে বসছে ক্যাবিনেট। যদিও দল এবং মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন যে, তদন্তে দোষী প্রমাণিত হলে দল ও সরকার ব্যবস্থা নেবে পার্থের বিরুদ্ধে।
এদিনের বৈঠকে সেই দাবিই ক্যাবিনেটের সিলমোহর পাবে, না কি পার্থ চট্টোপাধ্যায়কে আপাতত সরিয়ে দেওয়া হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।
উল্লেখ্য, এসএসসি দুর্নীতিতে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইডি হেফাজতে রয়েছেন পার্থ। বিধানসভার পরিষদীয় মন্ত্রী হিসাবে যে গাড়ি তিনি পেতেন গ্রেফতার হওয়ার পর সেই গাড়ি ছেড়ে দিয়েছেন তিনি।
পাশাপাশি কোটি টাকা উদ্ধারের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ উদ্বেগ প্রকাশ করেন। রাজনৈতিক মহলের মত, এসএসসি দুর্নীতিতে আর্থিক কেলেঙ্কারির কারণে পার্থর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল নেতৃত্ব। তবে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও সিদ্ধান্ত নেন কি না, সেদিকেই নজর সকলের।
Be the first to comment