রাজ্যের নেতাদের উপর ভরসা নেই কেন্দ্রীয় নেতৃত্বের, বুথের দায়িত্বে এবার মিঠুন!

Spread the love

বাংলার নেতাদের উপর ভরসা না করে রাজ্যে বুথ সশক্তিকরণ অভিযানের দায়িত্ব দেওয়া হল অভিনেতা তথা বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তীকে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই দায়িত্ব মিঠুনকে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

বুধবার হেস্টিংস বিজেপি অফিসে দলের রুদ্ধদ্বার বৈঠকে রাজ্যের তরফে উপস্থিত বিধায়ক ও নেতাদের বলে দেওয়া হয় যে, বুথ সংক্রান্ত সমস্ত রিপোর্ট মিঠুনকে করতে হবে। মিঠুনকে বুথ সশক্তিরণ অভিযানের দায়িত্ব দেওয়া নিয়ে দলের মধ্যেই অবশ্য গুঞ্জন শুরু হয়েছে। বাংলায় বিজেপির সংগঠন নিয়ে কোনও অভিজ্ঞতাই নেই মিঠুন চক্রবর্তীর। তিনি বুথের কী বুঝবেন? প্রশ্ন দলের একাংশের।

যদিও কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে মণ্ডল ও বুথ কমিটির মনিটরিং মিঠুনকে দিয়ে করিয়ে যাতে কোন্দলও কিছুটা মেটানো সম্ভব হয়। এদিন আবার দলের আন্দোলন আরও বাড়াত হবে বলে এদিন বৈঠকে উপস্থিত বিধায়ক ও পদাধিকারীদের পরামর্শ দিয়েছেন মিঠুন চক্রবর্তী।

রাজনৈতিক মহলের মতে, দল আন্দোলনে নেই। বিরোধী রাজনীতির পরিসর দখল করতে এগিয়ে যাচ্ছে বামেরা। গেরুয়া শিবিরের আদি নেতারা দলের ক্ষমতাসীন শিবিরের দিকে আঙুল তুলে এমন অভিযোগও করছেন। তাই কি কার্যত আন্দোলন বিমুখ বঙ্গ বিজেপি নেতাদের উদ্দেশে এদিন মিঠুন আন্দোলন বাড়ানোর বার্তা দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*