পার্থ ইস্যুতে বিস্ফোরক তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার টুইট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব থেকে সরানোর দাবি জানান। টুইটে তিনি লেখেন, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানো উচিত। পাশপাশি দলের সমস্ত পদ থেকেও সরানোর দাবি তোলেন কুণাল।
টুইটে তিনি আরও লেখেন, যদি আমি ভুল বলে থাকি, তাহলে আমাকে সরানো হোক। এরপরও তিনি তৃণমূলের সৈনিক হিসেবে কাজ করবেন বলে জানান।
উল্লেখ্য, আজই মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। যেখানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ক্যাবিনেট বৈঠকের পাশাপাশি এদিন শিল্প দফতরের পরামর্শদাতা কমিটির বৈঠকও হতে পারে বলে খবর। ঠিক তার আগেই কুণালে এই বিষ্ফোরক টুইট, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
পাশাপাশি তৃণমূলের আরেক মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও এদিন একই ধরনের মন্তব্য করে টুইট করেন। ঠাকুমার বিষ ফোঁড়ার প্রসঙ্গ টেনে এনে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা করে তিনিও তাঁকে দল থেকে সরানোর দাবি জানিয়েছেন। টুইটে দেবাংশু লেখেন, ঠাকুমা বলতেন, ফোঁড়া যখন পুঁজে ভরে আসে, অনতিবিলম্বে তাকে ফাটিয়ে দেওয়াই শ্রেয়। শরীর ভালো থাকে, শান্তিতে ঘুমানো যায়। একটি ফোঁড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা।
Be the first to comment