তৃণমূলের দৈনিক মুখপত্র জাগো বাংলার নয়া সম্পাদক হলেন সুখেন্দুশেখর রায়। বৃহস্পতিবার তৃণমূল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ই ছিলেন জাগো বাংলার সম্পাদক।
দায়িত্ব পাওয়ার পর সুখেন্দুশেখর রায় বলেন, এই মুহূর্তে সংসদে বর্ষাকালীন অধিবেশনের জন্য ব্যস্ত আছি। অধিবেশন শেষে কলকাতায় ফিরে টিম জাগো বাংলার সঙ্গে আলোচনায় বসব। দল এমন একটা দায়িত্ব দেওয়ায় আমি গর্বিত।
ছোটবেলা থেকেই দেওয়াল পত্রিকা-সহ বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করি। কিন্তু দলীয় মুখপত্রের সম্পাদকীয়র দায়িত্ব পালন আমার কাছে গর্বের। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়-তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কথা বলে আসছে, আমার লক্ষ্য থাকবে আগামিদিন আরও ভালো করে তা প্রতিটা মানুষের কাছে তুলে ধরা। জাগো বাংলার বর্তমান টিম খুব ভালো কাজ করছে। সাময়িক একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। খুব শীঘ্রই তা কাটিয়ে উঠব। এই বিশ্বাস আমার আছে।
প্রথমে সাপ্তাহিক হিসেবে শুরু হয়েছিল তৃণমূলের এই মুখপত্র। ২০২১ সালের ২১ জুলাই থেকে তা দৈনিকে পরিণত হয়। সাপ্তাহিক জাগো বাংলার মতো দৈনিকেরও সম্পাদক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।
গত কয়েকদিন ধরে একাধিক বিতর্ক ওঠার পর জাগো বাংলার সম্পাদকের পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হল। এরপর আজ বৃহস্পতিবার জাগো বাংলার নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় দলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়কে।
Be the first to comment