এসএসসি দুর্নীতির প্রতিবাদে পথে বিজেপি। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছিল তারা। তার আগেই হাজরা মোড়ে মিছিল আটকে দিল পুলিশ। সেখানেই আটক করা হয় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। সেইসময় তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা। সবমিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় হাজরা মোড় চত্বর।
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ঘিরে তোলপাড় গোটা রাজ্য। এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিরোধীরা। শনিবার খাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ করার পরিকল্পনা করেছিল তারা। ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে হাজরা মোড়ে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মীরা। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশ মিছিল আটকে দেয় সেখানেই।
হাজরা মোড়ে হাজির ছিল বিশাল পুলিশ বাহিনী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করা হয়। সেই সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় পুলিশ কর্মীদের। পরে বিজেপি কর্মী এবং রাজ্য সভাপতিকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এ প্রসঙ্গে সুকান্তর অভিযোগ, বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিল। কিন্তু পুলিশ জোর করে আমাকে গ্রেপ্তার করলো।
Be the first to comment