রাতভর ধর্নার পর প্রাথমিক টেট উত্তীর্ণদের প্রিজন ভ্যানে তুললো পুলিস

Spread the love

শুক্রবারই প্রতিনিধিদলের দাবি শুনতে চেয়েছিলেন। কথা দিয়েছিলেন, আজ নয়, তবে শীঘ্রই তাঁদের সঙ্গে কথা বলবেন। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাবের পরও রাতভর তাঁর অফিসের সামনে বসে ছিলেন প্রাথমিক টেট পাশ করা প্রার্থীরা। অবশেষে, আজ শনিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে থেকে প্রাথমিক টেট প্রার্থীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিস। এদিন দুপুর ১২টা নাগাদ পুলিস প্রথমে টেট প্রার্থীদের বিক্ষোভ তুলে নিতে অনুরোধ জানায়। কিন্তু তাঁরা অভিষেকের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত কোনও ভাবেই ধর্না তুলে নিতে রাজি ছিলেন না। এরপরেই পুলিস তাঁদের প্রিজনভ্যানে তোলে। উঠিয়ে দেওয়া হয় বিক্ষোভ। কয়েক জনকে প্রায় চ্যাংদোলা করে ভ্যানে তুলতেও দেখা যায়। 

শুক্রবার ২০১৬ এসএলএসটি বিক্ষোভকারী প্রার্থীদের ৮ প্রতিনিধি দল ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এদিনই অভিষেকের সঙ্গে দেখা করতে ক্যামাক স্ট্রিটে হাজির হন ২০১৪ প্রাথমিক টেট চাকরি প্রার্থীরা। দাবি ছিল, তাঁরাও অভিষেকের সঙ্গে দেখা করবেন। কিন্তু তাঁদের সঙ্গে দেখা করেননি অভিষেক। প্রতিনিধি পাঠিয়ে জানিয়েছিলেন তাঁদের সঙ্গে পরে দেখা করবেন। কিন্তু, নিজেদের দাবিতে অনড় থেকে শুক্রবার রাতভর ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। 

এর পরই মাঠে নামে তৃণমূল। দলের তরফে সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্র বলেন, প্রাথমিক টেট উত্তীর্ণরা তাদের ডেপুটেশন জমা দিতে পারেন। সেটা দেখে বৈঠক করা হবে। প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়ার সমস্যা আলাদা। আমাদের একটু সময় দিন। শুক্রবার প্রাথমিক বৈঠক হয়েছে। সবার সঙ্গে বৈঠক এক সঙ্গে হতে পারে না। ধাপে ধাপে সমস্ত সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। কুণালের কথায়, একটা খারাপ কাজ হয়েছে। সে-কারণেই এই জটিলতা সৃষ্টি হয়েছে। সেটা ধরে বসে থাকা থাকলে চলবে না। ছেলেমেয়েগুলো যাতে চাকরি পায়, তা নিশ্চিত করতেই পয়েন্ট ধরে ধরে জট খোলার চেষ্টা চলছে। যারা দোষ করেছে, উচ্ছন্নে যাক। চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়াটাকেই তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিচ্ছে। এটা নিয়ে দয়া করে রাজনীতি করবেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*