সামান্য কমলেও এক হাজারের উপরে রইল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা। ফলে এখনই করোনা নিয়ে উদ্বেগ যাচ্ছে না। মৃত্যুও বেড়েছে সামান্য। তাই আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১১৩ জন। শুক্রবার যে সংখ্যাটা ছিল বারোশোর বেশি। দৈনিক পজিটিভিটি রেট কমে ৮.৩৩ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২৩২ জন।
সংক্রমণের দিক থেকে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১৮২ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৮০ জন। তবে দশের নিচে রাজ্যের দুই জেলায় আক্রান্তের সংখ্যা। ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ। মৃত্যু হয়েছে ৭ জনের।
মৃত্যুর সাক্ষী রয়েছে সাতটি জেলা- হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৩৫৯ জন।
Be the first to comment